close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নীরবতা ( কবিতা)

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
নীরবতা যেন এক আজব জিনিস।

নীরবতা

মোঃ আবু মুনিফ আল মুকিম।

 

নীরবতা এক আজব জিনিস

বোঝা বড়ই দায়,

ছোট্ট শব্দ এই নীরবতা

কতো যে অর্থ প্রকাশ করে যায়।

 

নীরবতা যেন প্রশ্নের উদ্রেক

সৃষ্টি করে সংশয়,

মাঝে মধ্যে নীরবতাই

বিপদ থেকে বাঁচায়।

 

নীরবতা যেন সম্মতির লক্ষণ

হ্যাঁ সূচক অনুমতি,

সময় অন্তর নীরবতাই

জীবনে আনে দুর্গতি।

 

নীরবতা যেন ভদ্রতার বহিঃপ্রকাশ

সুশীল সমাজেই ঘোরে,

নীরবতার জন্য অনেকেই তো

নিষ্পেষিত হয়ে মরে।

 

ক্ষেত্র ভেদে নীরবতার অর্থ

আলাদা প্রকাশ পায়,

না বুঝলে নীরবতা

কষ্ট থেকে যায়।

 

নীরবতা নয় সরলতা

জটিলতাও নয়,

তবুও নীরবতার জন্য

সমালোচনার সৃষ্টি হয়।

 

নীরবতা যেন অন্তর পোড়ায়

সৃষ্টি করে মানসিক চাপ,

অবুঝ হৃদয় বোঝেনা কেন

করে শুধুই প্রলাপ।

Nenhum comentário encontrado


News Card Generator