close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে শহীদ উদ্দিন ছোটন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক:
কুতুবদিয়া, ১৪ আগস্ট:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন।

গতকাল (১৪ আগস্ট) ঘোষিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে এ সিদ্ধান্ত আসে। বিগত ২০২১ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উপনির্বাচনে শহীদ উদ্দিন ছোটন বেশি ভোট পেলেও, অস্বাভাবিক জালিয়াতির মাধ্যমে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম (প্রতীক নৌকা) কে বিজয়ী ঘোষণা করা হয়।

২০২২ সালের ২৫ জানুয়ারি শহীদ উদ্দিন ছোটন এ ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। যদিও আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত রায় দেওয়ার বিধান রয়েছে, বাস্তবে দীর্ঘ ১২৯৭ দিনের আইনি লড়াই শেষে অবশেষে তিনি চেয়ারম্যান নির্বাচিত ঘোষিত হন।এদিকে রায়ের খবর ছড়িয়ে পড়লে বড়ঘোপসহ বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের হয়। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে চা-নাস্তা ও মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন তাঁর সমর্থকরা।

কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদ উদ্দিন ছোটনের বিজয়ে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সহ-সভাপতি কামাল হোছাইন কুতুবী, সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, সদস্য আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, আকবর খান, অর্থ সম্পাদক এম.এ. মান্নান, আহমদ কবির বাবুল, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জোবায়ের হোছাইন, রুহুল কাদের বাদশাহ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, আবুল কাশেম, হাছান মাহমুদ, মুহাম্মদ ফোরকানসহ আরও অনেকে।

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার রক্ষা বেড়িবাঁধের বেহাল অবস্থা, নাগরিক সেবা বঞ্চনা ও উন্নয়ন কর্মকাণ্ডে স্থবীর পরিস্থিতিতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে শহীদ উদ্দিন ছোটনের মতো সুদক্ষ চেয়ারম্যানের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন সচেতন দ্বীপবাসী ও প্রেসক্লাব পরিবার।

 

No comments found