ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বক্তব্য: 'নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করে তাদের কর্মকাণ্ড মানুষ জানে'।ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে। তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো তারা করবে। কিন্তু একটি দল এ বছরের ডিসেম্বরেই নির্বাচন চান। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে তাদের ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ জানে ও দেখছে। মুফতি রেজাউল করীমের বক্তব্য অনুযায়ী, জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়ে অনেকেই এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তিনি বলেন, 'জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়ে অনেকেই এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। অনেক ছেলে অন্ধ হয়ে গেছে। তাই আগে সংস্কার করতে হবে। কিন্তু ইদানীং বিচার ও সংস্কারের চেয়ে নির্বাচনের কথা বেশি শুনি। সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে, জুনের মধ্যে নির্বাচন, তাহলে এত তাড়াহুড়ো কেন?' মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে শহরের আর্টগ্যালারি ৭১ অপরাজয় মাঠে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল ও ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহম্মাদ আশরাফুল আলম, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের তথ্যপ্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিছুর রহমান প্রমুখ।



















