রবিবার (৪ মে) সন্ধ্যায় এনসিপির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনা ও কুসুমবাগ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেন, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। তাদের সে সুযোগ আর দেওয়া হবে না। রাজপথ জাতীয় নাগরিক পার্টির দখলে থাকবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপস নয়। মৌলভীবাজার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসরদের দেখা যাচ্ছে। তারা সংগঠিত হওয়ার সুযোগ নিচ্ছে। রাজপথ এখন এনসিপির দখলে।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি- এমনটাই জানায় তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি মারুফ আল হামিদ, ফাহাদ আলম, আবদুল্লাহ আল হুসাইন, সানাউল ইসলাম সুয়েজ, শাহীন ইকবাল, কবিরুল ইসলাম রুমন প্রমুখ।