close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন আহমদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু পক্ষ অযথা বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক ..

তিনি বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেই ঐক্যে আজ কিছু পক্ষ ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা সংস্কারের জন্য আলোচনা করছি, বিতর্ক করছি, কিন্তু নির্বাচন নিয়ে যেন কেউ ধোঁয়াশা তৈরি না করে।”

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। সেই ভোটাধিকার নিশ্চিত করার সুযোগ এখন সামনে এসেছে। “এই সময়ে আমরা যেন নিজেরাই সেই পথের কাঁটা না হই। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্য ধরে রাখাই এখন সবচেয়ে জরুরি।”

সাম্প্রতিক সময়ে ঘোষিত নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তির বিষয়ে তিনি বলেন, “এক বছর আলোচনা ও দরকষাকষির পর এই রোডম্যাপ তৈরি হয়েছে। এখন এটি জাতির সামনে এসেছে। এটিকে স্বাগত জানানোর পরিবর্তে সন্দেহ সৃষ্টি করা যুক্তিযুক্ত নয়।”

আলোচনায় তিনি গুমের প্রসঙ্গও তোলেন। সালাহউদ্দিন বলেন, “আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ আমরা গুম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেব। গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করতে আইন প্রণয়নসহ যা যা প্রয়োজন, সবকিছু করবো।”
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনায় তিনি অতীতের ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ আর না ঘটে, সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্যের একপর্যায়ে সালাহউদ্দিন সব রাজনৈতিক দলকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার পথকে সুগম করি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক সংসদ গঠন করি।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি দীর্ঘদিন ধরে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে বিরোধপূর্ণ মতামত রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

Geen reacties gevonden