close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নির্বাচন বিলম্ব হলে রাজপথেই সিদ্ধান্ত: নিপুণ রায় চৌধুরী

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, “নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত না হলে সিদ্ধান্ত রাজপথেই নেওয়া হবে।”..

সোমবার (২৩ জুন) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিপুণ রায় বলেন, “জনগণ এবং দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের ওপর আস্থা রেখে তাঁকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যদি এই সময়সীমা অতিক্রম করে প্রক্রিয়াটি বিলম্বিত করা হয়, তাহলে আমরা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে নামব। তখন রাজপথের সিদ্ধান্ত রাজপথেই হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। পেশিশক্তি ও কেন্দ্র দখলের মাধ্যমে নয়, জনগণের ভোটেই জয়লাভ করতে চাই। জনগণ বিএনপির প্রতি আস্থা ও ভালোবাসা রাখে বলেই, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। সেই সরকারে নেতৃত্ব দেবেন দেশের ভবিষ্যৎ নেতা তারেক রহমান।”

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা হাজী আলী হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসলাম, শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের ১ নম্বর ইউনিট সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল, যুবদল নেতা মোহাম্মদ আলীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا