close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার..

Md Roman kabir avatar   
Md Roman kabir
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।..

সোমবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি’র ইনস্পেক্টর মো. আব্দুল কাদের। এর আগের রাতে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৫), এবং মৃত মুকুলের ছেলে আল-আমিন (২০)।

 

ভুক্তভোগী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাসিন্দা মো. নয়ন (২৯) অভিযোগে জানান, কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা ফেরত চাইতে গেলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

 

পুলিশ জানায়, অভিযানে প্রতারকদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড ফোন এবং তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি ইন্সপেক্টর।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি