close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিখোঁজ শিক্ষার্থী তাসনিমুল তাওহীদ দাগনভূঞা থেকে উদ্ধার ‎..

Monsur Alam avatar   
Monsur Alam
নিখোঁজ শিক্ষার্থী তাসনিমুল তাওহীদ দাগনভূঞা থেকে উদ্ধার।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাসনিমুল তাওহীদ (বয়স: ১৪) নিখোঁজের চারদিন পর ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করা হয়েছে।

‎জানা যায়, গত ২ জুলাই (মঙ্গলবার) শিক্ষার্থীটি নিখোঁজ হয়। শুরুতে পরিবার ও সহপাঠীরা চরম উদ্বেগে থাকলেও পরে নিশ্চিত হওয়া যায়, সে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছিল এবং নিজ উদ্যোগে তার মোবাইল ও অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। তবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ না করায় সেখান থেকেই প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন গোয়েন্দা সংস্থার (ডিবি) কর্মকর্তারা।

‎তাদের তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে শনিবার (৬ জুলাই) তাকে দাগনভূঞা এলাকা থেকে উদ্ধার করেন।

‎শিক্ষার্থী বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে আছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে সে নিখোঁজ হয়েছিল বা কোথায় ছিল – সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

कोई टिप्पणी नहीं मिली