close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিল অনেক বেশী। জোয়ারের স্রোতে উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিনগুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে ..

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিল অনেক বেশী। জোয়ারের স্রোতে উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিনগুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। অনেকে তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

 

 

শনিবার (৩১ মে) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে এমন ঘটনা ঘটে। ডলফিন গুলো দেখতে ভিড় করেন স্থানীয়রাও।

 

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুইটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিনগুলো দ্বীপের পাশে আটকা পড়ে। জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সঙ্গে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলো কে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিনগুলো সাগরে চলে যায়।

 

গত তিনদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার নিম্নাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাট সহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের।

 

没有找到评论