মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবের বিশেষ সহকারী আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে।
রবিবার (১ জুন) দুদকের একটি দল নগদের গুলশান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের পর দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা লঙ্ঘন ও প্রক্রিয়াগত অসঙ্গতির তথ্য মিলেছে।
এছাড়া, গত দুই মাসে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩০ মে আতিক মোর্শেদ ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, তার স্ত্রীর নিয়োগে কোনো অনিয়ম হয়নি এবং তিনি মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছেন।
অন্যদিকে, ৩১ মে একটি পোস্টে প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, “আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এসেছে, এবং আমি স্বীকার করছি কাজটি ঠিক হয়নি। বিষয়টি আমি তদন্তে দিতে নির্দেশ দিয়েছি।”
নগদের আর্থিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় এই ধরনের অভিযোগ প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুদক নজরদারি চালিয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছে।