নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতের আঘাতে মারা গেছেন অটোচালক রতন মিয়া (৫৫)। পরিবারের শোকের ছায়ায় এলাকাটি।
নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে এক অটোচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম রতন মিয়া (৫৫), তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও অটোচালক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রের তথ্যে জানা গেছে, রতন মিয়া তার নিজ বাড়িতে সকালে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গেলে আকস্মিকভাবে বিদ্যুৎপৃষ্ঠ হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
রতন মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ সরবরাহ এবং চার্জিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি, যাতে এমন দূর্ঘটনা আর না ঘটে।
এ ঘটনায় নেত্রকোনার বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রতিবেশীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।