close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাতনিকে গলাটিপে হত্যার দায়ে নানি গ্রেফতার

Juwel Hossain avatar   
Juwel Hossain
শুক্রবার রাতে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।..

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির নানি লালবানুর বিরুদ্ধে । এ ঘটনায় শিশুটির নানি লালবানু (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৩১ মে) দুপুরের দিকে নিহত শিশুর বাবা নাহিদ আলম তার স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশু নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলমের মেয়ে। সে ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সিরীতে পড়াশোনা করতো।

শিশুর পরিবার ও মামলা সুত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সাথেই লাবনী নানা বাড়িতেই ছিল।

তবে মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারিরীক নির্যাতন করতেন। এছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

এবিষয়ে নিহত শিশু লাবনীর বাবা নাহিদ আলম আই নিউজ বিডি’কে বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুইটি মেয়ের মধ্যে ফুলের মত বড় মেয়েটিকে পাষন্ডরা পিটিয়ে, গলা টিপে ও শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে। এর সাথে জড়িতদের শাস্তি ও ফাঁসি চাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, শিশুটির মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

לא נמצאו הערות