close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার কারণে বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া..

এই বিষয়টি আজ সোমবার রাতে এক বার্তায় জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। বার্তায় বলা হয়, “ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।”

এর আগেও নারীদের কৃতিত্বকে মূল্যায়ন করেছেন ক্রীড়া উপদেষ্টা। গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর নারী দলের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন তিনি।

এবার এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচেই ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে দেয় মেয়েরা। একই দিন বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচটি ড্র হওয়ায়, এক ম্যাচ হাতে রেখেই মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সর্বশেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭–০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাছাই শেষ করে আফঈদা, ঋতুপর্ণারা।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ৮টি দল জায়গা পাবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। সেই লক্ষ্যেই এখন এগিয়ে যেতে চায় বাংলাদেশ নারী দল।

Inga kommentarer hittades