নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায়, মিতালী মার্কেট ও এর আশপাশের এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন সাইনবোর্ড ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতি।
সোমবার (২৬ মে) বিকেলে, সাইনবোর্ড মিতালী মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ২০০০ ব্যবসায়ী ও হোসিয়ারী শ্রমিকরা একত্রিত হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা মিতালী মার্কেট ও এর আশপাশের প্রায় দুই থেকে আড়াই হাজার ব্যবসায়ী আছি, যারা দীর্ঘদিন যাবত সততার সাথে ব্যবসা করে যাচ্ছি এবং সরকারকে ট্যাক্স- ভ্যাট দিয়ে ব্যবসা পরিচালনা করেছি। কিন্তু এখানে কিছু বহিরাগত মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা এসে আমাদের ওয়ার্কারদের হয়রানি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাদা দাবিসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছেন।
এ বিষয়ে, আমরা এতদিন নিশ্চুপ ছিলাম, কিন্তু তাদের সীমাহীন অত্যাচারে ব্যবসায়ীরা এখন অতিষ্ঠ হয়ে মুখ খুলতে শুরু করেছে। আমরা তাদের অত্যাচার আর সহ্য করবো না। আমরা এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অন্যস্থায় আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।
এদিকে ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা ব্যবসায়ী - আমরা ব্যবসা করতে চাই, আমাদের নিরাপত্তার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এসময় বক্তরা আরো বলেন, আগে আওয়ামী লীগের আমলে আমরা ব্যবসা করতে যেয়ে বিভিন্ন সন্ত্রাস ও চাঁদাবাজের কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি এখন ৫ তারিখের পর আবারো একদল চাঁদাবাজও সন্ত্রাসী বাহিনী সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে চলেছেন।
প্রশাসন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা ব্যবসায়ীরা লাঠি হাতে কঠোরভাবে এই মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করব ইনশাআল্লাহ।
সমাবেশে সাইনবোর্ড মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাইনবোর্ড মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলমগীর ইসলাম রনি, যুগ্ম সম্পাদক ফয়েজ পাপ্পু, সভাপতি আলমগীর হোসেন, কাজী কবির,মুফতি মারুফ মিয়া,নাজমুল ইসলাম,মাহদি হাসান।