নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টুকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় একজন আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (১৬ মে) বিকেলে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র্যাব-১১ এর এএসপি মো. আল মাসুদ খান।
আটককৃত আসামি রাজধানীর শ্যামপুর থানাধীন ঢাকা ম্যাচ কলোনি এলাকার পান্না মিয়ার ছেলে তুহিন মিয়া (৩২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, আসামিকে ফতুল্লা মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১ মে জাহিদুল ইসলাম নান্টু ব্যক্তিগত টয়োটা হেরিয়ার গাড়িতে ড্রাইভার শাহীনকে সহ ফতুল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় মোটর সাইকেলে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে এবং ২ জন মটোরসাইকেল থেকে নেমে এলোপাথারি গুলি বর্ষন শুরু করে। এ সময় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু হাতে এবং পেটে গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।