নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (২২ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বেপারী বাড়ি বায়তুল নুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করা হয়। আসামীরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বরুনা পূর্বেরটেক এলাকার ইয়ানুছ মিয়ার ছেলে তাইজুল (৪০), তাইজুলের বউ রাহিমা (৩৫) এবং তাদের মেয়ে তাইরিন(১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন। মামলার বরাত দিয়ে তিনি জানান, আসামিরা সকলেই একই পরিবারের সদস্য। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে উক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার সাথে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠে। এই সুসম্পর্ক থাকাকালে তাইজুল তার নিজ প্রয়োজনে রায়হানের কাছ ৫ লক্ষ টাকা ধার চাইলে রায়হান তাকে উক্ত টাকা ধার দেয়। পরবর্তীতে রায়হান বিদেশ থেকে এসে তাইজুলের কাছে টাকা ফেরৎ চাইলে তাইজুল টাকা ফেরৎ না দিয়ে নানা তাল বাহানা করতে থাকে। ঘটনার দিন, ২৪ মার্চ বিকালে তাইজুল ফোনে রায়হানকে তার বাড়িতে ডেকে নিয়ে অন্যান্যদের সহায়তায় হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এই সংক্রান্তে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তীতে নিহতের পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি নালিশ মামলা দায়ের করলে, বিজ্ঞ আদালতের আদেশক্রমে গত ২২ তারিখে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই আসামিদের গ্রেফতারে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামি পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।