নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড় থেকে ৭শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (০৫ এপ্রিল) ভোরে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের অটো স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ফয়সাল আহম্মেদ সবুজ ও নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে
হামিদুর রহমান।
আটকের সময় তাদের দেহ তল্লাশি করলে, ফয়সাল আহম্মেদ সবুজের পরিহিত পাঞ্চাবীর পকেট হতে ৪শ’ পিস ইয়াবা এবং হামিদুর রহমানের প্যান্টের পকেট হইতে ৩শ' পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, আটককৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রি করে। তাদের বিরুদ্ধের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।