close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাপোলিতে কেভিন ডি ব্রুইনা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সদ্য শেষ হওয়া মৌসুম শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে যোগ দিয়েছেন বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।..

নাপোলির সভাপতি অরেলিও দে লরেন্তিস আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবর জানিয়েছেন। নিজের এক্স (টুইটার) একাউন্টে ডি ব্রুইনার সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে নাপোলি সভাপতি লিখেছেন, ‘স্বাগত কেভিন।’

ইতালিয়ান সংবাদমাধ্যমের মতে, নাপোলির সাথে কেভিনের চুক্তি দুই বছরের। চাইলে এই চুক্তি আরো একবছর বাড়ানোর সুযোগ রয়েছে। 

নাপোলির আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের ক্লাব শিকাগো ফায়ার ডি ব্রুইনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে এই প্রস্তাব না করে দিয়েছে। কেভিন ডি ব্রুইনা সম্ভবত এখন ই ইউরোপ ছাড়তে চান না। নাপোলিতে যোগ দেওয়াতে আরো একবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দেখা যাবে এই ম্যাজিশিয়ান কে। 

ডি ব্রুইনার নাপোলি আসার খবর নিশ্চিত করা হয় ক্লাবের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও। মুকুট পরা ডি ব্রুইনার সিংহাসনে বসার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘কিং কেভ এখন এখানে।’

২০১৫ সালে ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ার শুরু করেন। এর আগে জার্মান ক্লাব ভল্‌ফসবুর্গ ক্লাবে ছিলেন তিনি। প্রায় ১০ বছরের সম্পর্ক বিচ্ছেদ করে নেপেলসে পাড়ি দিচ্ছেন তিনি। ইংল্যান্ডের ক্লাবটিতে ১০ বছরে ১৯টি বড় শিরোপা জেতেন তিনি। এই সময়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেও প্রতিষ্ঠিত করেন। ছয়টি প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা ও। 

نظری یافت نشد