close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির(এন সি পি) উপজেলা কার্যালয় উদ্বোধন..

ARIFUL ISLAM avatar   
ARIFUL ISLAM
ময়মনসিংহের নান্দাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেত..

ময়মনসিংহের নান্দাইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) উপজেলা কার্যালয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন৷ আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি খন্দকার সুফি আব্দুল্লাহ,নান্দাইল উপজেলা এন সি পির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম,আলহাজ্ব ওমর ফারুক সরকার, মুফতি আরিফুল ইসলাম এবং আব্দুল আলী। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আরিফুল ইসলাম।পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য মাহফুজুর রহমান আবাব। 

প্রধান অতিথির বক্তব্যে আশিকীন আলম রাজন বলেন:

আমরা একটি ন্যায়ভিত্তিক, আদর্শিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই—যেখানে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কোনো নাগরিককে আর কোনো দপ্তরের সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হবে না। বরং অধিকার তার দোরগোড়ায় পৌঁছে যাবে। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, নান্দাইলকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।”

 

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নাগরিক পার্টির মূলনীতি, লক্ষ্য ও আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও ঐতিহাসিক রূপ নেয়।

 

No comments found