close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়েছে।

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ করেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমান শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলার মোট ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। কীভাবে শুরু হয় এই মামলা? ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার মূল অভিযোগ ছিল কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি এবং দুর্নীতি সংঘটিত হয়েছে। ২০১৮ সালের ৫ মে দুদক খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের তালিকা ও বর্তমান অবস্থা এই মামলায় মোট ১১ জন আসামির মধ্যে বর্তমানে আটজনের বিচার চলছে। তারা হলেন: ১. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2. তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী। 3. জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম। 4. সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন। 5. বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক। 6. ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। 7. ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া। 8. নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে কাশেম শরীফ, মীর মইনুল হক এবং কামাল উদ্দিন সিদ্দিকী পলাতক রয়েছেন। মামলা থেকে অব্যাহতি পাওয়া আসামিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পরবর্তী করণীয় সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর মামলার পরবর্তী ধাপে আসামিদের আত্মপক্ষ সমর্থনের পালা শুরু হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছে। এদিন আসামিরা নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন বা আদালতের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। এই মামলার রায় কবে আসবে, তা এখনো অনিশ্চিত। তবে মামলার অগ্রগতি বিবেচনায় নিলে দ্রুতই পরবর্তী ধাপগুলো সম্পন্ন হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।
Walang nakitang komento