জুলাই বিপ্লবের পর নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের নেতারা রাঙ্গুনিয়ায় সফর করেছেন, বক্তব্যকালে মাফিয়া নেত্রী পলাতক হলেও চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম চালানোর বিরুদ্ধ মোকাবেলা দাবি করেছেন।জুলাই বিপ্লবের পর কেন্দ্রীয়ভাবে প্রথম রাঙ্গুনিয়া সফরে করলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। ২৬শে মে সোমবার রাঙ্গুনিয়া প্রবেশদ্বার তাপবিদ্যুৎ গেইটে নেতা কর্মীরা গাড়ী বহর নিয়ে মিছিল ও স্লোগানে তাদের বরণ করে নেয়। পরে চন্দ্রঘোণা লিচু বাগান স্টেশনে পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পথ সভা করেন এনসিপির নেতৃবৃন্দ। বক্তব্যকালে তারা বলেন- দীর্ঘ দেড়যুগের চেয়ে বেশি এই রাঙ্গুনিয়া ফ্যাসিবাদী স্টাইলে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা, তাদের মাফিয়া নেত্রী পলাতক হলেও এখনো সাঙ্গু পাঙ্গুরা অনলাইন অফলাইন সব জায়গায় অরজাকতা সৃষ্টি করে যাচ্ছে তাদের ব্যাপারে সবাইকে সচেতন হয়ে প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে। পথ সভা শেষে বিভিন্ন নেতা কর্মীদের সাথে রাজনৈতির পেক্ষাপট নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন। রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই, সীতকুন্ড সহ বিভিন্ন স্থানে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দগন।ট্যাগস: রাঙ্গুনিয়া, নাগরিক পার্টি, সফর
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Muhammad Moin Uddin
5 måneder siden
👍👍👍
0
0
Svar
Vis mere