close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নাগরিক অধিকার ও গণভোট বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত..

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
নাগরিক অধিকার ও গণভোট বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে আলোকিত নাগরিক ফাউন্ডেশন-এর উদ্..

নাগরিক অধিকার ও গণভোট বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি:

নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে আলোকিত নাগরিক ফাউন্ডেশন-এর উদ্যোগে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমটি কমিউনিটি অ্যাকশন প্ল্যান (CAP)–এর আওতায় পরিচালিত হয়।

আজ ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি., রবিবার, সকাল ১১টা থেকে নীলফামারীর ডেমোক্রেসি ওয়াচ জেলা অফিসে (আলিয়া মাদ্রাসা সংলগ্ন) এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে নীলফামারীর বিভিন্ন এলাকার ১০টি যুব সংগঠনের প্রায় ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে নাগরিক অধিকার ও ভোটাধিকার বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধিমূলক সেশন পরিচালনা করা হয়। পাশাপাশি সুশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক চর্চার গুরুত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নীলফামারী সদর। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণ করা গণতন্ত্রকে শক্তিশালী করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিরা হোসেন নিশাত, সিনিয়র অফিসার, ডেমোক্রেসি ওয়াচ, নীলফামারী জোন।

সচেতনতামূলক সেশনগুলো পরিচালনা করেন—

সাকিল ইসলাম, ফেলো, জাগ্রত নাগরিক, আলোকিত নাগরিক ফাউন্ডেশন

সোয়েব রহমান নিশান, ফেলো, জাগ্রত নাগরিক, আলোকিত নাগরিক ফাউন্ডেশন

আফরোজ মিমি, ফেলো, জাগ্রত নাগরিক, আলোকিত নাগরিক ফাউন্ডেশন

আব্দুল্লাহ আল মামুন, ফেলো, জাগ্রত নাগরিক, আলোকিত নাগরিক ফাউন্ডেশন

রাকিবুল ইসলাম রোহান, ফেলো, জাগ্রত নাগরিক, আলোকিত নাগরিক ফাউন্ডেশন

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের মধ্যে নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments found


News Card Generator