ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এটিএম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় শনিবার বিকালে তারাটি ইউপি পরিষদ চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অথিতি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো.জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রুকন সরকার।
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু,পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
এসময় মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।