মুকসুদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ভোরে উপজেলা পরিষদ থানা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
দুপুর ১২টায় মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই সময়ে অফিসার্স ক্লাব মাঠে চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্যের সমন্বয়ে বিজয় মেলার আয়োজন করা হয়, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে।



















