মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
মোঃ মামুন মোল্লা ঢাকা বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পূর্ব পাশের একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতি বেগমকে পাওয়া যাচ্ছে না বলে তাঁর স্বামী রাসেল শেখ গত ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের চার দিন পর স্থানীয়দের দেখা মিললে খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেন মোঃ মেহেদী হাসান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স)। তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসআই মোবারক হোসেন। পরে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল এবং মুকসুদপুর থানা সার্কেল নাফিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন।
এলাকাবাসী জানান, ইতি বেগম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এটি ‘নির্মম হত্যাকাণ্ড’ বলে দাবি করেন তারা। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
পুলিশ জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



















