close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে সহযাত্রী- ০২ (মতলব উত্তর এসএসসি ২০০২) ব্যাচের পূর্নমিলনী সম্পন্ন..

Meraj Uddin Shuvo avatar   
Meraj Uddin Shuvo
মতলব উত্তরে সহযাত্রী- ০২ (মতলব উত্তর এসএসসি ২০০২) ব্যাচের পূর্নমিলনী সম্পন্ন..

মেরাজ উদ্দিন শুভ :

"বন্ধুত্বের বন্ধনে দুর্বার গতিতে" স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সহযাত্রী- ০২ (মতলব উত্তর এসএসসি ২০০২) ব্যাচ এর পুনর্মিলনী ও বন্ধু পরিচিতি সভা। 

উল্লেখ্য, ২ এপ্রিল ঈদের তৃতীয় দিন মতলব উত্তর উপজেলার ৩৬টি বিদ্যালয় থেকে সহযাত্রী- ০২ (মতলব উত্তর এসএসসি ২০০২) ব্যাচ এর মিলনমেলা উপলক্ষে একে একে মিলিত হতে থাকে দশানী মোহনপুর স্কুল প্রাঙ্গনে, দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। 

সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মত করে সবার সাথে স্মৃতিচারণ করেন। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। 

প্রাণের বন্ধু মহলের মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

২০০২ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোর-কিশোরীগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে। ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করতে পেরে সবাই আনন্দিত। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন। 

মতলব উত্তর উপজেলার ২০০২ এসএসএসি ব্যাচের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ঈদ পরবর্তী পূর্নমিলনীর মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে পারস্পরিক সেতু বন্ধন সৃষ্টি করেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, দীর্ঘ ২৩ বছর পরে এ যেন এক মিলনমেলা স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।

রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন।দুপরে ভোজ শেষে বিরামহীনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদন এর আয়োজন করা হয় বিকাল ৫টায় পুরস্কার বিতরণ করা হয়।

Tidak ada komentar yang ditemukan