মতলবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে
সরকারি পাঠ্য বই বিক্রির অভিযোগ
শহিদুল ইসলাম খোকন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন ও সহকারী শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার ২৫ জুন এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার প্রধান নিক্ষক বশির উদ্দিন ও সহকারী শিক্ষক আবুল কাশেম মিলে প্রায় ২০ মন বই চুরি করে বিক্রি করে দিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিক্রি করেছে, এজন্য কিছু বলিনি। যখন জানতে পারলাম চুরি করে বিক্রি করেছে তখনই বিসয়টা প্রকাশ পায়।
অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বই যদি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে চুরি করে বিক্রি করে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কি শিখবে।
অভিভাবকরা জানান, অনেক সময় শিক্ষার্থীদের বই হারাতে পারে, বৃষ্টিতে ভিজে নস্ট হতে পারে, তাই শিক্ষাবর্ষ শেষ না হতে এবং ম্যানেজিং কমিটির অনুমোতি ছাড়া কিভাবে বই বিক্রি করে।
শিক্ষকদের এমন কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে এবিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্যের জন্য বিদ্যালয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। প্রধান শিক্ষক বশির উদ্দিনকে একাদিকবার ফোন করলেও সে রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি, সরকারি পাঠ্য বই বিক্রি করার কোন এখতিয়ার নেই। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে, প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্যাপশন: সরকারি পাঠ্য বই বিক্রির অভিযুক্ত প্রধান শিক্ষক বশির উদ্দিন ও সহকারী শিক্ষক আবুল কাশেম।