close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে নিরাপত্তা প্রহরীর উপর হামলার প্রধান আসামি আটক।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে নিরাপত্তা প্রহরীর উপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার


শহিদুল ইসলাম খোকন 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মো. রুস্তম আলী মিয়াজীর ছেলে মো. সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় সোলাইমান মিয়াজির পিতা মো. রুস্তম আলী মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে প্রধান আসামী মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ১মাস পর গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মতলব উত্তর থানার উপ-পুলিশ  পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মো. সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মো. হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মো. সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি মৃত্যুর শয্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 
মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার মামলার ১নাম্বার আসামি মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আশাকরছি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসব। 
ছবি ক্যাপশন :
গ্রেপ্তারকৃত আসামি মো. সাইফুল ইসলাম মিয়াজি।

Ingen kommentarer fundet