close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে হামলা

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলবে মসজিদ কমিটিকে কেন্দ্র করে হামলা আহত ৩

নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরের মতলব উত্তরে মসজিদের কমিটিকে কেন্দ্র করে হামলা হয়েছে। এ হামলায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচানী গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী সামাজিক মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে একই সমাজের মৃত আলী মিয়া প্রামানিকের ছেলে মারুফ আলী আকবর প্রামানিক। সাধারণ সম্পাদকের দায়ীত্বে থাকাবস্তায় মসজিদের আর্থিক হিসাব নিকাশ না দিয়ে টাকা আত্মসাৎ করে। যার প্রেক্ষিতে সমাজের সকল লোকজন স্থানীয়ভাবে বসে মসজিদের পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি পূর্ন গঠন করে। এই কমিটি গঠনকে কেন্দ্র করে মারুফ আলী আকবরসহ আরো বেশ কয়েকজন সমাজের  সামাজিক এ কার্যকলাপের বিরোধীতা করে। গত ৪ এপ্রিল শুক্রবার ৫ টার দিকে মারুফ আলী আকবর, তার ভাই মাসুদ রানা, সজল, মৃত আক্রাম আলী সরকারের ছেলে রিয়াদ সরকার, নজির আহাম্মদ প্রামানিকের ছেলে খাঁজা আহাম্মেদ প্রামানিকসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন লোক  নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা, ধারালো লোহার ছেনা, ছুড়ি, এস এস পাইপ ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে আনোয়ারুল ইসলামের ছেলে আবু হানিফ অভি, তার ভাই সানিয়াত রহমান শাওন ও  গোলাম মোস্তফার ছেলে মাহফুজুর রহমান প্রামানিক গুরতর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
 
এ বিষয়ে ভুক্তভোগী মাহফুজুর রহমান প্রামাণিক বলেন, মারুফ আলী আকবর সামাজিক মসজিদের সাধারণ সম্পাদক থাকা বস্থায় মসজিদের টাকা আত্মসাৎ করায় সমাজবাসী নতুন কমিটি পুর্নগঠন করেছে। আর তাতেই তিক্ত হয়ে লোকজন নিয়ে আমাদের উপর  হামলা করে। আমরা এ অপরাধীদের সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পয়েছি। তদন্ত করে প্রয়োজনীয়  ব্যাবস্থা গ্রহন করা হবে। 

ছবি ক্যাপশন: মতলব উত্তরে মসজিদ কমিটি নিয়ে হামলায় আহতরা।

 

کوئی تبصرہ نہیں ملا