close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

Satyajit Das avatar   
Satyajit Das
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলায় ছয় মাসের জন্য ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মো. খালেদ হাসানকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করে ঘোষিত এই কমিটিতে সিনিয়র ও ..

সত্যজিৎ দাস:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আগামী ছয় মাসের জন্য ১০৩ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৫) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির স্মারক (এনসিপি/কেন্দ্র/জে.আ.ক./২০২৫-২০২৬/১১) অনুযায়ী এই কমিটির অনুমোদন দেওয়া হয়। দলটির অস্থায়ী কার্যালয়-রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর,ঢাকা থেকে অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

 

আহ্বায়ক: মো. খালেদ হাসান।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এহসান জাকারিয়া,ফাহাদ আলম।

যুগ্ম আহ্বায়ক: ফারুক উদ্দিন আহমদ,মো. আব্দুস সাত্তার,জাকির চৌধুরী,সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ,সুধাংশু দেব,বদরুল হোসেন, আব্দুল হাই জাবের।

সদস্যসচিব: রুহুল আমিন

সিনিয়র যুগ্ম সদস্যসচিব: বিমল কুমার সিংহ।

যুগ্ম সদস্যসচিব: প্রিন্সিপাল মো. শাহ আলম সরকার,এডভোকেট কৌশিক দে,তোফাজ্জল হোসেন।

 

কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পর এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজেও পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করা হয়েছে।

 

দলীয় সূত্র জানায়,সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা, সদস্য সংগ্রহ ত্বরান্বিত করা এবং উপজেলা-ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব গড়ে তুলতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসে জেলায় সাংগঠনিক সফর, কাঠামো পুনর্বিন্যাস এবং বিভিন্ন ইউনিট কমিটি গঠনের কাজ অগ্রাধিকার পাবে।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক মো. খালেদ হাসান বলেন,

“এই কমিটি মৌলভীবাজারে রাজনৈতিক সংগঠনকে সুদৃঢ় করার ভিত্তি। নাগরিক অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে এনসিপি সবসময় সোচ্চার ছিল এবং থাকবে।”

 

তিনি জানান,ইউনিয়ন থেকে গ্রাম-প্রতিটি স্তরে দলকে সক্রিয় ও গতিশীল করার কার্যক্রম শুরু হয়েছে।

 

সদস্যসচিব রুহুল আমিন বলেন,

“ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য,এবং সেই লক্ষ্য পূরণে আমরা সমন্বিতভাবে কাজ করব।”

No comments found


News Card Generator