সত্যজিৎ দাস:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে চা শ্রমিক দিলীপ বুনারজি ও তাঁর স্ত্রী সারি বুনারজির রহস্যময় মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে তাদের ৮ বছর বয়সী ছেলে লিটন বুনারজি ঘুম থেকে উঠে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে,পরে বাড়ির সামনের রাস্তায় বাবাকে পড়ে থাকতে দেখে। সন্তান কিছু বলায় প্রতিবেশীদের খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলবিনটিলা বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি হরগোবিন্দ গোস্বামী জানান,পরিবারটি একটি ছোট টিনের চালা ও বেড়া দেওয়া ঘরে থাকত। লিটন জানায়,মা-বাবার মধ্যে কোনো ঝগড়া বা অসঙ্গতি দেখেনি,শুক্রবার রাতেও সবাই একসাথে খেয়ে ঘুমিয়ে পড়েছিল।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,দম্পতি বিষপান করে আত্মহত্যা করেছেন। মৃতদেহের মুখে দুর্গন্ধ পাওয়া গেছে এবং বসতঘরের সামনে বিষের একটি খালি বোতল উদ্ধার হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয়রা দম্পতির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করছেন এবং তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচনের প্রত্যাশা করছেন।