close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন ব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার শপথ পাঠের মধ্য দিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন ব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন শুরু হয়েছে।..

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফটকে শপথ পাঠ করে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে র‍্যালি করেন। দু’দিনব্যাপী এই ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।

এসময় তিনি জানান, মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এই কর্মসূচি। এসময় তিনি আরো বলেন, সম্প্রতি মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

এরপর বিডি ক্লিন ও ব্র্যাক জলবায়ু ট্রাষ্টের কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

コメントがありません


News Card Generator