দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকার ৮টায় পৌর স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মোংলা থানা প্রশাসন ও বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এদিন বিকেলে ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



















