শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কবরস্থান রোড মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের ছোট ভাই এবং মরহুম আঃ বারিক এর ছেলে। এ ঘটনায় ইজিবাইক সহ চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে শহরের ৭নং কলেজ রোডে নিজ বাসা থেকে বের হয়ে পায়ে হেটে পৌর মেইন শহরের দিকে যাচ্ছিল মোকছেদুর রহমান হারুন (৪৭)। শহরের ৬ নং ওয়ার্ড কবরস্থান রোডের শ্রমিক-কর্মচারী সংঘ এলাকায় পৌছালে বেপরোয়া গতিতে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পরে মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পরই স্থানীয় জনতার সহায়তায় ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে আটক করে পুলিশ। লাশ এখনও হাসপাতালে রয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। মৃত্যু মোকছেদুর রহমান হারুন এর বাড়ি পৌর শহরের ৭ নং কলেজ রোড এলাকায়। সে বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মোংলা পোর্ট পৌর শহরে সকাল সাড়ে ৫টা থেকে সকাল ৯টা এবং বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত এতো পরিমাণ ইজিবাইক, মাহেন্দ্র, অটো ও টমটম মোটরসাইকেল গাড়ীর জন্য রাস্তা দিয়ে মানুষ হাটতে পারছেনা। প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। মটরসাইকেল ও ইজিবাইকে গত এক বছরে প্রায় দেড় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুও হয়েছে ৫ জনের। অনেকে হারিয়েছে হাত-পা সহ বিভিন্ন অংঙ্গ। গাড়ী রাখার কোন ষ্ট্যান্ড নেই, যেখানে-সেখানে রাস্তার পাশে পার্কিং করে রাখে এসকল গাড়ীগুলো, চলেও বেপরোয়া গতিতে। এ ব্যাপারে পৌর প্রশাসনকে দায়ী করছে এখানকার বসবাসকারীরা।
মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পাওয়রি সাথে সাথে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকেও আটক করা হয়েছে। মামলার জন্য এজাহারের প্রস্তুতি চলছে এবং মামলা হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মোংলায় ইজিবাইকের ধাক্কায় মোকছেদুর রহমান হারুন নামের এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















