close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দুমাস ধরে কয়েক দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।..

বৃহস্পতিবার (১৫ মে) রাতে থানায় মামলা দায়ের হওয়ার পর রাতে অভিযান চালিয়ে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।


মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক যুবককে আজ শুক্রবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tidak ada komentar yang ditemukan