close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় মালতি পোর্ট কলোনির বাসায় ফেরার পথে বন্দরের বিপণি মার্কেটের সামনে তার ওপর এ হামলার..

আহত কর্মচারীর নাম আসিফ নাঈম (২৮)। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগে ওয়ারলেস অপারেটর (বেতার চালক) পদে কর্মরত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোংলা বন্দর কর্মচারী সংঘের (সিবিএ) কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন আসিফ নাঈম। পথিমধ্যে বন্দর বিপণি মার্কেট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা কাছ থেকে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিটি আসিফের বাম পায়ের উরুতে লাগে। পরে অপর এক বন্দর কর্মচারী মো. আল-আমিন তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুলি অপসারণ করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাত সোয়া ৯টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আসিফ নাঈম অভিযোগ করে বলেন, সিবিএ’র (মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ) অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Geen reacties gevonden


News Card Generator