close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে কোস্ট গার্ডের অভিযান,৫ চোর আটক..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

কোস্ট গার্ডের অভিযানে মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫  চোর আটক।..

শুক্রবার ২১ মার্চ রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমাণ্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানিয়েছেন গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যমতে জানা যায়,কূখ্যাত সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে রওনা হবে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ মার্চ বিকেল চারটায় কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ৯পিছ ইয়াবা,আনুমানিক ২৫ গ্রাম গাঁজা,ও ১২টি দেশী অস্ত্র সহ সুমন বাহিনীর ৫ জনকে আটক করে।

আটাকৃতরা হলেন,মোঃ জনি(১৯) মোঃ আলী রাজ (২৫) স্বপন মুন্সী (৪০) এরা মোংলা উপজেলার বাসীন্দা এবং মোঃ আজিম(২৬) ও মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা থানার বাসীন্দা।

আটাকৃতদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী। আকটকৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে পরবরর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলমান।

कोई टिप्पणी नहीं मिली