close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোবাইল চার্জ নিয়ে ত্রিমুখী সংঘর্ষ: ৪০ জন আহত, নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বা
সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় এই সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কীভাবে সংঘর্ষের সূত্রপাত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোবাইল চার্জ দেওয়ার মতো একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কাঁঠালবাড়ি, বর্নি এবং কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে দুজনের মধ্যে তর্কবিতর্ক হলেও তা ক্রমশ বড় আকার ধারণ করে এবং তিনটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, "সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। রাত সাড়ে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।" ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে লাঠি, রড এবং ইটপাটকেল ব্যবহার করা হয়। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
No comments found