close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মনপুরায় ‘মনপুরা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর জমকালো উদ্বোধন।..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
আব্দুর রহমান সোয়েব
প্রতিনিধি: মনপুরা, ভোলা।

খেলাধুলা মানেই প্রাণের স্পন্দন, মনপুরায় ফুটবল উন্মাদনায় মাতোয়ারা জনতা। 
উত্তাল মেঘনার মাঝে ঘেরা মনপুরা উপজেলায় আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘মনপুরা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন 
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিখন বনিক।
এবং তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরও সুন্দর করে তোলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔸জনাব, আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার 
সাবেক সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি। 
🔸জনাব, মোঃ মফিজুর রহমান মিলন মাতাব্বর 
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনপুরা উপজেলা বিএনপি। 
🔸জনাব, মোঃ মাহবুবুল আলম শাহীন 
সাংগঠনিক সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি। 
🔸জনাব,আব্দুল খালেক সেলিম মোল্লা 
সিনিয়র সহসভাপতি, মনপুরা উপজেলা বিএনপি।
এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ ক্রীড়া সংগঠক রা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মাঠ প্রদক্ষিণ করে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,

“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও স্বাস্থ্যসচেতনতার পথে নিয়ে যায়। মনপুরার তরুণদের এমন একটি আয়োজনে সম্পৃক্ত দেখে আমি আনন্দিত। উপজেলা প্রশাসন সবসময়ই এমন উদ্যোগে পাশে থাকবে।”

আয়োজক কমিটির অন্যতম সদস্য  জনাব, মোঃ সোহেল তাজ জানান

“আমরা চাই মনপুরার প্রতিটি তরুণ মাঠে থাকুক, মাদকের কাছে নয়। এই টুর্নামেন্ট শুধু খেলাই নয়, এটি মনপুরার একটি সম্প্রীতির উৎসব।”

আয়োজকরা আরও জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিদিনই থাকবে আকর্ষণীয় খেলা এবং আগামী এক মাসব্যাপী চলবে এই ক্রীড়া মহোৎসব।

没有找到评论