close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মনোনয়ন প্রত্যাশায় আলমগীর ফরিদের গণসংযোগ জোরদার, বিএনপির নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মঙ্গলবার বিকেলে কুতুবদিয়ায় এক বিশাল গাড়ি শোডাউন করেছেন।

বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ শোডাউনটি দরবার ঘাট থেকে শুরু হয়ে কুতুব দরবার শরীফ, ধুরুং বাজার হয়ে বড়ঘোপ বাজার বেলাভূমিতে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের  শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শোডাউন শেষে তিনি বড়ঘোপের হোটেল সমুদ্র বিলাসে অবস্থান নেন। আগামীকাল (২৩ অক্টোবর) সকালে তিনি কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর পিতা মরহুম হাবিবুর রহমান এবং মুরালিয়ার মরহুম জালাল আহমদ চৌধুরীর কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

এদিন সকালে তিনি কুতুবদিয়া কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং “ভোটের সালাম” পৌঁছে দেন।

উল্লেখ্য, কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনপি এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। তবে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে মাঠে সক্রিয় রয়েছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator