close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে হাতের লেখা স্কুলের যাত্রা

Nezam Uddin avatar   
Nezam Uddin
বক্তারা বলেন, সঠিক বর্ণ গঠন ও যত্নসহকারে শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি সুন্দর হাতের লেখা সৃজনশীলতা, মনোযোগ, ধৈর্য ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মহতী উদ্যোগ আগামী প্রজন্মকে শৃঙ্খলাব..

শিশুদের লেখনশৈলী উন্নয়নে রাউজানের পাহাড়তলি ইউনিয়নের জব্বার মার্কেটে চালু হলো "সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা"। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম বোখারী (রহ.) স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সৈয়দা ইসমত আরা মুন্নি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিউরন কোচিং সেন্টারের পরিচালক ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন রাজস্থলি সরকারি কলেজের সিনিয়র প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রূপালী ব্যাংক (চুয়েট শাখা) ব্যবস্থাপক টিটন কান্তি নাথ, সমাজসেবক শিমুল বড়ুয়া, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলফাজ উদ্দিন ও রফিকুল ইসলাম, গশ্চি শিশু বাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন চৌধুরী, পাহাড়তলি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুবিনুল হক চৌধুরী, পাহাড়তলি গ্রামার স্কুলের কো-অর্ডিনেটর সাইফুর রহমান, মেধা কোচিংয়ের পরিচালক আরফাতুল ইসলাম, ডেন্টিস্ট রাসেল তালুকদার, কদলপুর আশরাফিয়া কে.জি স্কুলের অধ্যক্ষ সৈকত চৌধুরী, আশিষ চৌধুরী, আব্দুল কাদের, ডা. হাফিজুল ইসলাম, ইমাম বোখারী (রহ.) প্রতিষ্ঠানের পরিচালক মাহবুব আলম, অভিভাবক সদস্য মো. জানে আলম, বিশিষ্ট কাউয়ালবিদ রাশেদা সুলতানা ও ফারজানা আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সঠিক বর্ণ গঠন ও যত্নসহকারে শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি সুন্দর হাতের লেখা সৃজনশীলতা, মনোযোগ, ধৈর্য ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মহতী উদ্যোগ আগামী প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে বলে তারা মত দেন।

Ingen kommentarer fundet


News Card Generator