স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালিডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সারোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে সোহাগ মিয়ার জমিসংক্রান্ত বিরোধ ও একটি হত্যা মামলার জেরে পূর্ব শত্রুতা ছিলো।
মঙ্গলবার দুপুরে সারোয়ার হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোহাগ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি পেটানো ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সোহাগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি বিরোধ ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘটনার পর মালিডাঙ্গা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।