close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্..

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালিডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সারোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে সোহাগ মিয়ার জমিসংক্রান্ত বিরোধ ও একটি হত্যা মামলার জেরে পূর্ব শত্রুতা ছিলো।

মঙ্গলবার দুপুরে সারোয়ার হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সোহাগ মিয়ার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি পেটানো ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সোহাগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি বিরোধ ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনার পর মালিডাঙ্গা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Ingen kommentarer fundet