close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আল আমিনের ছেলে মো. উমর (৩) ও আমিরুলের মেয়ে সিনহা আক্তার (২)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই বোন।
স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইসলাম উদ্দিন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দুই শিশুকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। দুপুরের দিকে পুকুরের পানিতে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেখানেই খোঁজাখুঁজি করে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
Không có bình luận nào được tìm thấy