দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশের মহাসমাবেশ। আজ ২৫শে এপ্রিল সার্কিট হাউজ মাঠে তাদের এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই দেখা যাচ্ছে এই বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাসে, ট্রেনে করে দলে দলে মিছিল করে উপস্থিত হচ্ছে দলের কর্মীরা।এ নিয়ে তাদের দলের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















