close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম শহীদ সাগরের নামে হওয়ার প্রস্তাব- মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Shafiqul Islam avatar   
Shafiqul Islam
ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম শহীদ সাগরের নামে হবে। এ নিয়ে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।..

ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম শহীদ সাগরের নামে হওয়ার প্রস্তাব- মতবিনিময় সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম (ময়মনসিংহ) :

দীর্ঘদিনের দাবির অবসান ঘটতে যাচ্ছে ময়মনসিংহবাসীর। দেশের অষ্টম বিভাগ হিসেবে আত্মপ্রকাশ হলেও ছিল না অত্যাধুনিক কোনো স্টেডিয়াম। অবশেষে হতে যাচ্ছে ময়মনসিংহ  বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। ইতিমধ্যে জুলাই বিপ্লবে প্রাণ দেওয়া শহীদ মোঃ রিদওয়ান হোসেন সাগরের নাম প্রস্তাবিত হয়।

রবিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহে প্রস্তাবিত বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ সংক্রান্ত মতবিনিময় সভা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
বাংলার সংবাদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু জানায়, শহীদ সাগরের নামে ক্রিকেট স্টেডিয়াম করার প্রস্তাব জুলাই বিপ্লবকে ধারণ করার শামিল। আর ভবিষ্যৎ প্রজন্ম যেন এই স্টেডিয়ামের নাম দেখে বলতে পারে কেনো শহীদ মোঃ রিদওয়ান হোসেন সাগর'  রাখা হয়েছে। তখন বাংলার জুলাই বিপ্লবে অভ্যুথ্থানের কথাও জানতে পারবে মানুষ। স্টেডিয়ামটির যেন শহীদ মোঃ রিদওয়ান হোসেন সাগর- এর নামে নামকরণ করে দেশবাসীকে মনে রাখার সুযোগ করে দেওয়া হয়।
সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) তাহমিনা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, নায়েবে আমীর মু. কামরুল হাসান মিলন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, শহীদ সাগরের বাবা মো: আসাদুজ্জামান,জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সদস্য সচিব আলী হোসেন, মহানগরের আহবায়ক ওয়ালিউল্লাহ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী প্রমূখ।

कोई टिप्पणी नहीं मिली