ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়ে ভালুকা উপজেলা ছাত্রদল। এই উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু। তিনি নবনির্বাচিত নেতৃত্বের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, “এই কমিটি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। আজিজ এবং রাকিবের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আগামীর সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।”
নবগঠিত কমিটির জন্য কৃতজ্ঞতা জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আগামীর রাজপথে সংগঠনের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।