close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ম্যাক্স৬০ ক্রিকেট লিগে খেলবেন সাকিব আল হাসান

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জাতীয় দলে সাকিবের ক্রিকেটে অনেকটাই অনিশ্চিত, তবে ক্রিকেট থেকে কি তাকে দূরে সড়িয়ে রাখা যায়? এইবার আরো একটি লিগ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।..

গত বছর অক্টোবর - নভেম্বর মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ছিলো তার শেষবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। তারপর বোলিং নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় ক্রিকেটের বাহিরে ছিলেন এই অলরাউন্ডার। অ্যাকশনে পাশ করে পাকিস্তান সুপার লিগ দিয়ে স্বীকৃতি ক্রিকেটে ফিরেন তিনি। 

আগামী মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মাঠে গড়াচ্ছে ম্যাক্স৬০ ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। টি-টেন ফরম্যাটের এই লিগে অংশ নেবে আটটি দল। এই টুর্নামেন্টেই এবার খেলতে দেখা যাবে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ইন্সটাগ্রামে আয়োজকরা সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন দলের হয়ে খেলবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৬ জুলাই। টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে সপ্তাহব্যাপী। ২৩ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

Geen reacties gevonden