close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ২২ শিশু-কিশোর..

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাই প্রতিনিধি: তারা কেউ শিশু, কেউবা কিশোর। কেউবা স্কুুল, কেউবা মাদ্রাসায় পড়ুয়া। দুরন্তপনার এই সময়ে পড়াশোনার পাশাপাশি তাদের নামাজের প্রতি যে টান ছিল সেটাই তারা প্রমাণ করেছেন। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ২২ শিশু-কিশোর পুরুস্কৃত হয়েছেন। মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদের শিশু-কিশোরদের নামাজে উৎসাহ জোগাতে এই বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবারতারাবির নামাজের পর ২২ জনের মাঝে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় যারা টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ৫ হাজার টাকা, যারা টানা ৪০ দিন জামাতের সাথে ৪ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ৪ হাজার টাকা এবং যারা টানা ৪০ দিন জামাতের সাথে ২-৩ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ১ হাজার টাকা করে পুরুষ্কৃত করা হয়। হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এস এ ফারুকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম জানান, গত ১১ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মসজিদের পাশ্ববর্তী এলাকার ২৪ জন শিশু-কিশোর নাম লেখায়। প্রতিদিন তাদের মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করা হতো। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৭ মার্চ ৪০ দিন পূর্ণ হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ২২ জন শিশু-কিশোর পুরস্কারপ্রাপ্ত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. এস এ ফারুক জানান, আমি আশাবাদী আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে। নামাজের মাধ্যমে আমাদের সমাজ সুন্দর হবে। যেসব শিশু-কিশোররা নিয়মিত মসজিদে আসে তাদের দেখে অন্যরাও নামাজ আদায় করতে আসবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মাওলানা মকসুদ আহম্মদ, মসজিদ পরিচালনা কমিটির মোতয়াল্লী হুজ্জাতুল ইসলাম নওশা, উপদেষ্টা ফজলুল হক কেনু মিয়া, হাজী শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজমুল করিম নঈম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন

Ingen kommentarer fundet