close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি পরীক্ষা

M.A Hossain avatar   
M.A Hossain
****

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাই উপজেলার আয়োজনে প্রথমবারের মতো শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার ৬ টি কেন্দ্রে তৃতীয় থেকে দশম শ্রেনীর সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, সাবেক সহকারী কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি আহবায়ক নুরুচ্ছাপা, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মিরসরাই উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহীম, মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাকিম, শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব নিতাই চন্দ্র দাশ প্রমুখ।

শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘মিরসরাই উপজেলায় সর্বপ্রথম ওএমআর পদ্ধতিতে প্রথমবারের মতো শিক্ষক ফেডারেশন মেধাবৃত্তি সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও জেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

No comments found


News Card Generator