close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা..

Mirsarai Upazila avatar   
Mirsarai Upazila
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।..

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার প্রথমে নিজের পরিচয় দিয়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্ব শুরু করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার  সাংবাদিকদের কাছে মিরসরাইয়ের নাগরিক সমস্যা,  পরিকল্পিত, পরিবেশ বান্ধব আধুনিক মিরসরাই গঠনে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন। মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে মতামত প্রদান করেন উপস্থিত সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বক্তব্য গুলো নোট করে স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইউনিয়ন কমিউনিটি সেন্টার দ্রুত পরিদর্শন করে প্রতিকারের প্রতিশ্রুতি দেন এবং অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও সোমাইয়া আক্তার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে  বলেন, আমি মাত্র ৩ কার্যদিবস অফিস করেছি। উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ক্রমান্বয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সম্পর্কে  আপনাদেরকে আমি একটা আপডেট দিবো। আমি আশা রাখি যে সবার সম্মিলিত প্রচেষ্টায়  বিভিন্ন সেক্টরে ইনশাআল্লাহ উন্নতি হবে।

Motior Rahman Sumon
Motior Rahman Sumon 4 months ago
gd
0 0 Reply
Show more


News Card Generator